Print Date & Time : 2 September 2025 Tuesday 1:46 pm

ঋণখেলাপির দায়ে দুই ব্যবসায়ীর পাঁচ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ঋণখেলাপির দায়ে চট্টগ্রামের দুই ব্যবসায়ীকে পাঁচ মাসের সাজা দিয়েছেন অর্থঋণ আদালত। প্রো. মেসার্স চৌধুরী অ্যান্ড কোংয়ের মালিক মামুনুর রশিদ চৌধুরি ও হালিশহর হাউজিং এস্টেটের মো. নুরুন্নবীর বিরুদ্ধে গতকাল রায় দিয়েছেন যুগ্ম জজ মুজাহিদুর রহমান।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, খেলাপি ঋণ আদায়ের দাবিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিডিএ এভিনিউ শাখা অর্থ মামলা দায়ের করে। আসামিদের কয়েকবার সময় দিলেও অর্থ পরিশোধ করতে পারেননি। এমনকি আদালতে হাজিরাও দেননি। তাই তাদের বিরুদ্ধে ৫৮ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার টাকা আদায়ের দাবিতে জারি মামলা আনয়ন করে ব্যাংক।

আদালত থেকে প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, এসব ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত ছিল না। তাই সরাসরি দেওয়ানি আটকাদেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন আদালত।