ঋণখেলাপি হওয়া থেকে বাঁচল যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়াতে সম্মত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। এর মধ্য দিয়ে ঋণখেলাপি হওয়া থেকে বাঁচল যুক্তরাষ্ট্র। খবর: এনবিসি নিউজ।

গত শনিবার বাইডেন ও ম্যাকার্থি এ ব্যাপারে একটি সমঝোতা হওয়ার বিষয়ে ঘোষণা দেন। সমঝোতা হওয়ায় যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হয়ে পড়া এড়াতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়ানোর শেষ তারিখ আগামী ৫ জুন। নির্ধারিত এই সময়ের (এক্স-ডেট) আগে একটি সমঝোতায় পৌঁছাতে বাইডেন ও ম্যাকার্থি দফায় দফায় বৈঠক করেন। শেষ সময়ের দিন কয়েক আগে অবশেষে তারা সমঝোতায় পৌঁছালেন। ঋণসীমা বাড়ানোর বিষয়ে আগামী বুধবার কংগ্রেসে ভোট হবে।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থি বলেন, কয়েক সপ্তাহের আলোচনার পর আমরা নীতিগতভাবে একটি সমঝোতায় পৌঁছেছি। ঋণসীমা বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সবশেষ শনিবার বাইডেনের সঙ্গে কথা বলেন ম্যাকার্থি।

স্পিকার আরও বলেন, গতকাল রোববার বাইডেনের সঙ্গে আবার আলোচনা করার কথা রয়েছে। ঋণসীমা

বাড়ানো-সংক্রান্ত বিলটির চূড়ান্ত খসড়া তদারকি করবেন তিনি। তারপর বুধবার কংগ্রেসে ভোট হবে। আলোচনায় বড় সাফল্য এলেও ম্যাকার্থি সতর্ক করে বলেছেন, বিলটিতে কংগ্রেসের সমর্থন পেতে এখনও অনেক কাজ করতে হবে।

বাইডেন তার বিবৃতিতে এই সমঝোতাকে মার্কিন জনগণের জন্য একটি সুসংবাদ হিসেবে অভিহিত করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। গত জানুয়ারিতে এই ঋণসীমা ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। এর পর থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার নানা ধরনের বিশেষ ব্যবস্থা অবলম্বন করে দেশটির বিভিন্ন দেনা পরিশোধ করে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে দেশটি খেলাপি হয়ে পড়বে।

এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এক পক্ষ জানিয়েছে, ঐকমত্যের মধ্যে রয়েছে দুই বছরের জন্য বিশেষ উদ্দেশ্যে অর্থ ব্যবহারের চুক্তি এবং দুই বছরের জন্য ঋণসীমা বৃদ্ধির চুক্তির বিষয়। এ কারণে বিষয়টি কার্যত ২০২৪ সালের নির্বাচনের পর ফয়সালা হবে। এছাড়া রিপাবলিকানদের দাবি মানতে হয়েছে ডেমোক্রেটদের, যেমন পুষ্টির বিষয়ে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি এসএনএপির সহায়তা পেতে হলে ৫৪ বছর বয়স পর্যন্ত বেকার থাকলে চলবে না। তবে গৃহহীন ও বর্ষীয়ানদের জন্য ছাড় রয়েছে।