নিজস্ব প্রতিবেদক: যমুনা ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার খেলাপী ঋণ গ্রহীতা মেসার্স আরএসএন্ডটি ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ও বন্ধকদাতা জনাব মোঃ তৌফিকুল ইসলাম, বন্ধকদাতা ও জামিনদার মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ শফিকুল ইসলাম জেল হাজতে। আজ ২৩.০৫.২০২২ ইং তারিখে আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম তাদের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে বন্ধকী সম্পত্তি অন্যত্র হস্তান্তরের ফলে যমুনা ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা কর্তৃক দায়েরকৃত সিআর মামলা নং ২৮ সি/১৯ তারিখ (শাহমুখদুম) মামলায় রাজশাহীর বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে উপস্থিত হলে বিজ্ঞ কোর্ট তাদের জামিন না মঞ্জুর করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। যমুনা ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখায় আরএসএন্ডটি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী মোঃ তৌফিকুল ইসলাম এর খেলাপী ঋণের পরিমান প্রায় ৮৮.০০ কোটি টাকা।

Print Date & Time : 3 September 2025 Wednesday 12:14 pm
ঋণ খেলাপি মামলায় জেল আমান গ্রুপের চেয়ারম্যান ও পরিচালক
আইন-আদালত ও অপরাধ ♦ প্রকাশ: