এআইবিএল ও মাস্টারকার্ডের ইসলামী ডেবিট ও প্রিপেইড কার্ড চালু

মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে দেশের প্রথম কন্ট্যাক্টলেস ইসলামী ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। রাজধানীর একটি হোটেলে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক এবং ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি