Print Date & Time : 10 September 2025 Wednesday 11:36 pm

এইচআর টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে শেয়ারহোল্ডারের উপস্থিতিতে গত বছরের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ (পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস শেয়ার) সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মঈদ, পরিচালক অধ্যাপক মুহাম্মদ আবদুল মোমেন, সতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এএইচএম হাবিবুর রহমান এবং অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া ও সিএফও আবু আমুর নাহীল ও কোম্পানি সচিব মো. অলি উল্লাহ্ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বেস্ট এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ড পেলেন কাজী আকরাম

দি গ্লোবাল ইকোনমিকস লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদকে বেস্ট এন্ট্রাপ্রেনিউর ইন ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ খেতাবে ভূষিত করেছে। সে সঙ্গে সংস্থাটি ২০২১ সালের জন্য ব্যাংকটিকে বেস্ট ব্যাংক ফর সাসটেইনেবল বিজনেস ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদের উপস্থিতিতে ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি দুবাইয়ের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত অ্যানুয়াল গ্লোবাল ইকোনমিকস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি