এই প্রথম ঋতুপর্ণা-শুভ


শোবিজ ডেস্ক: প্রথমবারের মতো কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধছেন নায়ক আরিফিন শুভ। ‘একটি সিনেমার গল্প’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন নায়ক আলমগীর। এফডিসিতে মহরতের মধ্য দিয়ে গত শনিবার সিনেমার শুটিং শুরু হয়। মহরতশেষে আরিফিন শুভ জানান, ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখতে পারবেন তিনি।

শুভ বলেন, ‘ঋতুপর্ণার সঙ্গে আমার কোনো কাজ করা হয়নি, তার মানে এমন নয় যে আমাদের দেখা হয়নি; আমাদের দেখা হয়েছে, অনেক আড্ডাও হয়েছে। বলতে পারেন আমাদের মাঝে সুন্দর একটা সম্পর্ক আছে। তিনি অনেক অভিজ্ঞ শিল্পী, এমন অভিজ্ঞতাসম্পন্ন অভিনেত্রীর সঙ্গে আমি সব সময়ই কাজ করতে চাই। আমি মনে

করি ঋতুপর্ণার কাছে অনেক কিছু শেখার আছে।’

সিনেমাটির পরিচালক ও অভিনেতা আলমগীর সম্পর্কে শুভ বলেন, ‘নতুন ছবি শুরু হলে এমনিতেই ভালো লাগে। সেই ছবিটি যখন আমাদের চলচ্চিত্রের আইকন আলমগীর স্যারের মতো মানুষ পরিচালনা করেন, তখন আগ্রহ আরও বেড়ে যায়। আমি অনেক আশাবাদীÑভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এই সিনেমাকে ভালো বলছি কারণ আলমগীর স্যার অনেক অভিজ্ঞ শিল্পী। তিনি চলচ্চিত্র বোঝেন।’ সিনেমাতে নিজের চরিত্র নিয়ে কিছু বলতে চাননি শুভ, শুধু বললেন, ‘এটা একটা সিনেমা তৈরির গল্প। আমরা যারা শিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ করি, তাদের নিজেদের একটা জীবন আছে। আমরা যেহেতু রক্ত-মাংসের মানুষ, তাই আমাদের দুঃখ-কষ্ট, ভালোবাসা সবই আছে। এসবই এই ছবির গল্পের মধ্য দিয়ে উঠে আসবে।’ সিনেমাটির শুটিং হবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর কিছুদিন বিরতি দিয়ে অক্টোবরে শুরু হবে পরের ধাপের শুটিং। আলমগীর, চম্পা, আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও আরও অনেক পরিচিত মুখ অভিনয় করবেন এতে।