Print Date & Time : 21 July 2025 Monday 1:22 pm

‘এই ভালো আছি দুজন’ গানের ভিডিওতে তৌসিফ-তাসফিয়া

শোবিজ ডেস্ক: মীর ইশতিয়াকের পরিচালনায় এবং আরজীন কামালের কণ্ঠে নতুন গান ‘এই ভালো আছি দুজন’। এ গানের ভিডিওতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসফিয়া ফাইরোজ। গানটির গীতিকার, সুরকার ও কণ্ঠ দিয়েছেন মো. আরজীন কামাল। ‘এই ভালো আছি দুজন’ গানটি প্রসঙ্গে মো. আরজীন কামাল বলেন, ‘শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। সংসারধর্ম নিয়ে অনেকের অনেক মতামত থাকে। আমি চেষ্টা করেছি সংসারের ভালোবাসার সময়গুলো গানের কথায় নিয়ে আসার। আর সেটিকে ইশতিয়াক ভাই খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি না হলে গানটির ভিডিও হতো না। বাংলাদেশের প্রথম ও একমাত্র কোনো নির্মাতাÑযিনি আমার গাওয়া গানে কাজ করার আগ্রহ দেখিয়েছে। আশা করি সবার খুব ভালো লাগবে।’ এ বিষয়ে তৌসিফ বলেন, ‘এটা নবদম্পতির গল্প, কিছু চেনা অনুভূতি, যা বারবার মন ছুঁয়ে যায়। গানটিতে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। গানের লিরিক্স মাথায় রেখে দারুণ একটি কাজ উপহার দিয়েছেন ইশতিয়াক ভাই।’ ভিডিও প্রসঙ্গে মীর ইশতিয়াক বলেন, ‘চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এটা অনেকটা ৯০ দশকের আদলে তৈরি করা। তৌসিফ মাহবুব ও তাসফিয়া ফাইরোজ অসাধারণ অভিনয় করেছেন। আর সত্যি বলতে গানটিও অসাধারণ। আরজীন কামাল ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। ধ্রুবা মিউজিক স্টেশনের ব্যানারে ইউটিউবে গত শুক্রবার গানের ভিডিওটি প্রকাশ হয়েছে।