Print Date & Time : 2 August 2025 Saturday 1:55 am

এএইচএফের উন্নয়নে কাজ করতে চান মুনির

এশিয়ান হকি ফেডারেশনের ইভেন্ট স্ট্র্যাটেজি আ্যন্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন ইনডেক্স গ্রুপের প্রধান নির্বাহী ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনির। প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এ পদে নির্বাচিত হওয়ায় শফিউল্লাহ আল মুনিরকে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়সহ অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। গত সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাইয়াব ইকরাম।

গত ছয় বছরের বেশি সময় হকির উন্নয়নে শফিউল্লাহ আল মুনিরের নানা অবদানের কথা তুলে ধরে এএইচএফের প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশসহ এশীয় হকির উন্নয়নে মুনিরের সুষ্ঠু ব্যবস্থাপনা ইতিবাচক প্রভাব ফেলবে।

এএইচএফের ইভেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে নতুন নিয়োগপ্রাপ্ত শফিউল্লাহ আল মুনির বলেন, এ সম্মান হকির জন্য আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সবার সহযোগিতা নিয়ে বাংলাদেশসহ এশিয়ার হকির উন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইনডেক্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল্লাহ আল মুনির বর্তমানে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও এশিয়া কাপ হকি ২০১৭-এর টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম পৃষ্ঠপোষক। এছাড়া ঢাকা ওয়ারী, ভিক্টোরিয়া স্পোর্টিং, বাংলাদেশ স্পোর্টিং, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক। বিজ্ঞপ্তি