Print Date & Time : 22 July 2025 Tuesday 5:49 pm

এএফসি হেলথের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে, যা দিয়ে মেশিনারিজ ও ইকুপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।

এদিকে গতকালের সভায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মার্চেন্ট ব্যাংক এনআরবি ইকুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। জরিমানার চিঠি দেওয়ার ৩০ দিনের মধ্যে কমিশনে অর্থ জমা দিতে হবে। অন্যথায় আইনানুগ পদক্ষেপের পাশাপাশি সনদ বাতিল বা স্থগিত করার ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার  বিএসইসির ৭৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এসআরআই বিভাগের পরিদর্শন প্রতিবেদনে মো. সবুজ হাওলাদার কর্তৃক কোম্পানির কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহযোগে বেআইনিভাবে হিসাব খোলার বিষয়টি প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক হিসাবগুলো বন্ধ করা হয়েছে। এছাড়া কোম্পানি মো. সবুজ হাওলাদারের নামে জিডি ও মামলা করেছে, যা এখনও বিচারাধীন।

উক্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন এনআরবি ইকুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অন্যদিকে গতকালের সভায় কমিশন সভায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কমিশন আগের সভার ন্যায় আজকেও তাদের নাম প্রকাশ করেনি।