Print Date & Time : 20 August 2025 Wednesday 10:01 pm

একই ছবিতে বউ-শাশুড়ি

শোবিজ ডেস্ক: কিছুদিন পরপরই মিডিয়াতে শাশুড়ি জয়া বচ্চন আর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের মনোমালিন্যের গুজব রটানো হয়। এমনকি একবার তো এটাও রটানো হলো যে, জয়া বচ্চনের সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে ঐশ্বরিয়া নাকি আত্মহত্যার চেষ্টাও করেছেন! তবে এগুলোকে গুজব প্রমাণ করে অচিরেই পর্দায় একসঙ্গে অভিনয় করবেন বউ-শাশুড়ি।

সব ঠিক থাকলে অনুরাগ ক্যাশপ প্রযোজিত ‘গুলাব জামুন’ ছবিতে এক সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বরিয়া ও জয়া বচ্চনকে। শুধু তাই নয়, জানা গেছে ছবিতে অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চনও থাকছেন। এর আগে পর্দায় এক সঙ্গে কাজ করেননি ঐশ্বরিয়া রাই ও জয়া বচ্চন। স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেও সাত বছর পর পর্দায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। ২০১০ সালে মণি রত্নমের ছবি ‘রাভান’-এ একসঙ্গে কাজ করেন এই জুটি। প্রযোজক অনুরাগ ক্যাশপ জানিয়েছেন, রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবির পরিচালনা‍য় থাকছেন নতুন একজন পরিচালক।