প্রতিনিধি, নীলফামারী : ‘একজন শিক্ষকই পারেন আদর্শ শিক্ষার্থী তৈরি করতে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমন্বয়ে শিক্ষার গুণগতমান উন্নয়ন করা সম্ভব। এজন্য ক্লাসে শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির বিকল্প নেই।’
গতকাল মঙ্গলবার নীলফামারী সরকারি কলেজে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোশাররফ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, কলেজশিক্ষক বাবুল হোসাইন, জাহাঙ্গীর আলম, মূর্তজা আলী, জাহিদুল ইসলাম, সফিউল বাসার, তারিকুল আলম, অভিভাবক আব্বাজ আলী, লালমোহন রায়, গণপতিরায় নাজমা আকতার প্রমুখ।
অভিভাবক ও ককই বড়গছা পিসি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গণপতিরায় বলেন, ‘ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি পাঠদানের একটি বড় অংশ। আর এই ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গুণগত শিক্ষা অর্জনে প্রত্যেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করুন।’
কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায় জানান, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে এখন ১৪ বিষয়ে অনার্স, ১২ বিষয়ে মাস্টার্স ও ৯ বিষয়ে প্রিভিয়াস কোর্সে ১৭ হাজার ৩০০ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে ওই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।