Print Date & Time : 6 September 2025 Saturday 9:30 am

একদিনেই প্রায় ২২ লাখ ডোজ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশে একদিনে প্রায় ২২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ অক্টোবর) সারাদেশে ২১ লাখ ৭৮ হাজার ৬৯৬ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১২ হাজার ৬৩৭ জন।

দেশে এখন পর্যন্ত মোট ৭ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬২৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৩১ জনকে এবং দ্বিতীয় ডোজ ২ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৯২ জনকে।

এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৭২৯ জন।