Print Date & Time : 9 August 2025 Saturday 3:12 pm

একদিন দিবালা ও নেইমার হবেন বিশ্বসেরা: অ্যালেগ্রি

ক্রীড়া ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তাদের অবসরের পর একদিন পাওলো দিবালা ও নেইমার হবেন বিশ্বসেরা ফুটবলার। এমনটাই মনে করেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

গত পরশু সিরি আ’তে ভেরোনোর বিপক্ষে ৩-১ গোলে জেতে জুভেন্টাস। জোড়া গোল করেন দিবালা। এর আগে গত দু’মাসের বেশি সময় নিজের ছন্দটা কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না তিনি। যে কারণে এ আর্জেন্টাইনকে নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে জবাবটা বেশ ভালোমতোই দিয়েছেন এ ফরোয়ার্ড।

অবশ্য এর আগে থেকেই দিবালাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে তুলনা করে আসছিল ইতালির গণমাধ্যম। যা ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ডের জন্য ‘ক্ষতিকর’ বলেই মনে করছিলেন। কিন্তু গত পরশু প্রিয় শিষ্য দুর্দান্ত খেলার পরই নিজেও সেরা ফুটবলারদের সঙ্গে তাকে তুলনা করেন ‘আবারও গোল করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম গোলটির পর তাকে অনেক বেশি নিশ্চিন্ত মনে হয়েছে। মেসি ও রোনালদোর যখন বয়স হয়ে যাবে, তখন নেইমার ও দিবালা বিশ্বসেরা ফুটবলার হবে। তার সামনে প্রচুর খেলা আছে। আমি জানি সে উন্নতি করে যেতে পারবে।’