একনেক বৈঠক শেষ, উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও অনিশ্চয়তার মধ্যে ঢাকায় আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠক। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরপরই এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য।

বৈঠকটি শুরু হয় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। এনইসি ভবনের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি অবস্থান করতে দেখা যায়। একনেক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সরকারি কর্মকর্তারা সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান, এবং এরপর রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১১টা থেকে একনেকের নিয়মিত সভা চলে এবং সেখানে দশটি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে সব কিছুর ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন উপদেষ্টাদের এ অনির্ধারিত বৈঠক।

এদিকে সরকারি সূত্রগুলো বলছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ক্ষোভ ও হতাশা থেকেই এই জরুরি বৈঠকের আয়োজন। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অধ্যাপক ইউনূস তাঁর পদত্যাগের চিন্তার কথা জানান। সেসময় তিনি বলেন, “রাষ্ট্রীয় কার্যক্রমে ধারাবাহিক বাধা, আন্দোলন, অসহযোগিতা ও রাজনৈতিক অনৈক্যের মধ্যে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।”