Print Date & Time : 13 September 2025 Saturday 9:28 am

একবছরে বিমানের ক্ষতি ১৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ডলারের বিনিময় হার বাড়ার কারণে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে ১ হাজার ৪০০ কোটি টাকা লোকসান করেছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।

শফিউল আজিম বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকবো। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। গত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমানে লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।

বিমানের সিইও বলেন, আমাদের একটি অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোন রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশি দিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে।