Print Date & Time : 3 August 2025 Sunday 12:00 pm

  একুশের নাটকে তিশা

শোবিজ ডেস্ক: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তুহিন হোসেন নির্মাণ করেছেন ‘উত্তরাধিকার’। সারওয়ার রেজা জিমির লেখা নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, জহুরুল ইসলাম কিছলু ও ডেইজি আহমেদ।

নাটকের গল্পে দেখা যাবে, দেশের বাইরে পড়াশোনা করে সম্প্রতি বাংলাদেশে এসেছেন চর্যা। একটি নির্দিষ্ট এলাকায় ভাষার বিবর্তন নিয়ে গবেষণা করবেন তিনি। এ গবেষণা শুধু মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই নয়, একাডেমিক চিন্তা থেকেও।

কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে চর্যা সুবিধা করে উঠতে পারেন না। তার প্রতি সহযোগিতার হাত বাড়ান স্কুলশিক্ষক বরকত। নানা নাটকীয়তার পর চর্যা বুঝতে পারেন এই ভাষা তার উত্তরাধিকার।

নাটকটি এনটিভিতে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি রাত ৯টায়।