নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৭৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আাগামী ৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
গতকাল শেয়ারদর এক দশমিক ৪৬ শতাংশ বা এক টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৯০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৯ টাকা ৭০ পয়সা। ওইদিন কোম্পানিটির এক কোটি ৩৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে এক লাখ ৫৫ হাজার ৩৭৪টি শেয়ার মোট ৪৮৪ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ৮৯ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৯১ টাকায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৮৮ টাকা ১০ পয়সা থেকে ১১৮ টাকায় ওঠানামা করে।
২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস করেছে ছয় টাকা ৬১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৮০ টাকা ১৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৩৯ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা।
৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৯৭০ কোটি ৮৭ লাখ টাকা।
কোম্পানিটির ২১ কোটি ১৬ লাখ এক হাজার ৭০০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪০ দশমিক ১২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৯ দশমিক ৩১ শতাংশ, বিদেশিদের এক দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৯ দশমিক ২০ শতাংশ শেয়ার।
৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে ছয় টাকা ৫৫ পয়সা এবং এনএভি ছিল ৭৭ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে পাঁচ টাকা ৭০ পয়সা ও ৭০ টাকা ৩৭ পয়সা।