Print Date & Time : 6 July 2025 Sunday 9:37 pm

এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেডের যাত্রা

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেডের যাত্রা শুরু হয়। সম্প্রতি হংকংয়ের এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মো. নাজমুল আলম ও এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেডের প্রধান নির্বাহী মো. ফখরুজ্জামান। বিজ্ঞপ্তি