Print Date & Time : 11 September 2025 Thursday 9:38 am

এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকর চট্টগ্রাম অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দীন ভূঞা, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বর্তমান সময়ে ব্যাংকিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। বিজ্ঞপ্তি