মুজিব শতবর্ষের সমাপ্তি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর প্রেরণায় এক্সিম ব্যাংক’ প্রতিপাদ্য সামনে রেখে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ মিলনমেলার আয়োজন করল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)। গত শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑএক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, খন্দকার নূরুল আফসার, সিরাজুল ইসলাম বীরপ্রতীক, রঞ্জন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 September 2025 Saturday 1:02 am
এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: