Print Date & Time : 30 August 2025 Saturday 10:52 am

এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত

 

‘সমৃদ্ধির সোপানে আগামীর পথ চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে এক্সিম ব্যাংকের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শানবার ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শহিদুল্লাহ, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত, এনসিসি ব্যাংকের পরিচালক এএসএম মাইনুদ্দীন মোনেম প্রমুখ। বিজ্ঞপ্তি