এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

২০২২ সালে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফল বিশ্লেষণ এবং নতুন বছরের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন, ২০২৩’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন গতকাল শনিবার ব্যাংকের প্রধান কার্যালয় এক্সিম ব্যাংক টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নুরুল আমিন ফারুক, মো. নাজমুস সালেহিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি