Print Date & Time : 30 August 2025 Saturday 8:44 pm

এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন

বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে ‘বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৩’ আয়োজন করেছে এক্সিম ব্যাংক। গতকাল শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নূরুল আমিন ফারুক, একেএম নুরুল ফজল বুলবুল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, ডিএমডি শেখ বশীরুল ইসলাম, জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, সব শাখা ব্যবস্থাপক এবং সেকেন্ড অফিসারসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। বিজ্ঞপ্তি