Print Date & Time : 6 September 2025 Saturday 12:32 pm

এক কোটি ৩৬ লাখ কভিড টিকা ফেলে দেবে কানাডা

শেয়ার বিজ ডেস্ক: ২০২১ সালের শুরুর দিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে জীবননাশের হুমকি দেখা দেয়ার বিতর্ক ওঠে। এ কারণে কানাডা অ্যাস্ট্রাজেনেকার পরিবর্তে ফাইজার বায়োএনটেক ও মডার্নার এমআরএনএ টিকা বিতরণে মনোযোগ দেয়। সম্প্রতি দেশটি জানায়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ টিকা ফেলে দেয়া হবে। দেশে বা বিদেশে এই টিকা নিতে আগ্রহী কোনো অংশীদার খুঁজে না পাওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর: দ্য গার্ডিয়ান।

২০২০ সালে কানাডা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে দুই কোটি টিকা কেনার চুক্তি করে। পরের বছর ২০২১ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি ২৩ লাখ কানাডিয়ান অন্তত এক ডোজ টিকা নেন।

একই বছর জুলাইয়ে কানাডা প্রায় এক কোটি ৭৭ লাখ অতিরিক্ত টিকার ডোজ অন্যান্য দেশে বিতরণের প্রতিশ্রুতি দেয়। সেই অবস্থান থেকে সরে এসে গত মঙ্গলবার কানাডার স্বাস্থ্য বিভাগ জানায়, প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা থাকলেও এক কোটি ৩৬ লাখ ডোজ টিকা মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো ফেলে দিতে হচ্ছে।

সব মিলিয়ে কানাডা এখন পর্যন্ত অন্যান্য দেশে ৮৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। এর মধ্যে ৪৮ লাখ ডোজ নিজেদের মূল মজুত থেকে এবং ৪১ লাখ ডোজ টিকা কোভ্যাক্স টিকা বণ্টন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

ইউরোপসহ বিশ্বজুড়ে আশঙ্কাজনকহারে কভিড সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে কানাডা এই ঘোষণার কথা জানাল। বুস্টার ডোজ নেয়া কমে যাওয়ার পাশাপাশি বিধিনিষেধ তুলে দেয়ায় সংক্রমণ আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

এরই মধ্যে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, গ্রিস, নেদারল্যান্ডস ও ডেনমার্কেও সংক্রমণ বাড়ছে। মূলত ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪ ও বিএ.৫-এর কারণে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। ব্রিটেনে এক সপ্তাহে সংক্রমণের হার ৩০ শতাংশ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত) বিশ্বে কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার দুইশর বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে সাত লাখ।