এক দিনের ব্যবধানে উত্থান ভারতের পুঁজিবাজারে

শেয়ার বিজ ডেস্ক: গত সোমবার ভারতের পুঁজিবাজারে বড় ধরনের পতন হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি কমেছে প্রায় ৬০০ পয়েন্ট। মুম্বাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স এক দিনে কমেছে এক হাজার ৮০০ পয়েন্ট।

তবে একদিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার সেনসেক্স সূচর বেড়ে দাঁড়ায় ৪৯৭ পয়েন্ট। এদিন নিফটি সূচকের পয়েন্ট শেষ হয় ১৬ হাজার ৭০০ পয়েন্টে। খবর: মিন্ট।

এদিন মারুতি সুজুকি, রিলায়েন্স ও কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারদর পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, কভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রন আতঙ্কে অনেক বিনিয়োগকারী শেয়ার ছেড়ে দেন। এতে বড় ধরনের পতন দেখা যায়।

সোমবার দেশটির অনেক পুঁজিবাজারের সূচক এক হাজার ২০০ পয়েন্ট কমে যায়। ঠিক এর পরদিন তা কাটিয়ে ওঠতে সক্ষম হয়। এদিন আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সব সূচক বেড়ে যায়।

গত সোমবার দরপতনের কারণে বাজার মূলধন এক মিনিটে পাঁচ দশমিক ৫৩ লাখ কোটি টাকা কমে ২৫৩ লাখ ৯৪ হাজার কোটি টাকায় নামে। এতে বিনিয়োগকারীদের সাত লাখ কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুঁজিবাজারের এমন পতনে ওমিক্রনের প্রভাব রয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। এখন পর্যন্ত দেশটির মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাট, কেরালা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, চন্ডীগড় ও তামিলনাড়ুতে অনেক মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এ সংক্রমণের মধ্যে ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে শুধু সান ফার্মা লাভ করেছে, বাকি ২৯টি স্টকের পতন হয়েছে

তবে সোমবার বাজাজ ফাইন্যান্স, টাটা স্টিল, ইন্দাসইন্দ ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, এনটিপিসি, বাজাজ ফিনসারভ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, লারসেন অ্যান্ড টুব্রো, কোটাক মাহিন্দ্র ব্যাংক, এয়ারটেল ও এক্সিস ব্যাংকের শেয়ারদর কমলেও গতকাল আবার উত্থানের ধারায় ফিরে আসে প্রতিষ্ঠানগুলো।

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গতকাল দুই হাজার ৬৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করেন। এদিন শীর্ষ পাঁচ গেইনারের মধ্যে ছিল ইনফো সিস্টেমস লিমিটেড, টিসিআই এক্সপ্রেস, হিন্দুজা গ্লোবাল, বর্ধমান টেক্সটাইলস ও বিজয়া ডায়াগনস্টিক।