প্রতিনিধি, হিলি (দিনাজপুর):পবিত্র আশুরা উপলক্ষে গত শনিবার বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে করে দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপত্র।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, পবিত্র আশুরা উপলক্ষে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে গতকাল রোববার দুপুর থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ শেখ আশরাফুল বলেন, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির আওতাভুক্ত নয়। তাই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজকেও স্বাভাবিক রয়েছে।