Print Date & Time : 9 September 2025 Tuesday 9:07 am

‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সেমিনারে যোগ দিতে ভারতে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজিত নয়াদিল্লির প্রগতি ময়দানে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সেমিনারে অংশ নেবেন মন্ত্রী। সম্মেলনে উদ্দেশ্য বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা।

সম্মেলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসমূহসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। ভারতের বিখ্যাত হাসপাতালসমূহ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং থাকবে এই সম্মেলনে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।