এক মঞ্চে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন

শোবিজ ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। বরেণ্য দুই সংগীতশিল্পীকে একমঞ্চে পাওয়াটা বেশ
দুষ্কর। তবে এবার এক মঞ্চে এক সঙ্গেই সংগীত পরিবেশন করতে যাচ্ছেন এ দুই শিল্পী। আগামী জুলাই ও আগস্ট মাসে অনুষ্ঠেয় কয়েকটি কনসার্টে তারা গাইবেন।
ধারাবাহিক কনসার্টে একই মঞ্চে দেখা যাবে তাদের। যুক্তরাষ্ট্রের ছয়টি শহরে টানা দুই মাস তারা একই মঞ্চে গান গাইবেন। বিষয়টি
নিশ্চিত করেছেন কনসার্টগুলোর আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান
আলম। আগামী জুলাই ও আগস্ট মাসে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে। শহরগুলো হলোÑ
নিউইয়র্ক, ওয়াশিংটন, ডালাস, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টা।
আলমগীর খান আলম বলেন, ‘এ দুই গুণী শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করা সত্যিই গর্বের বিষয়। এর আগেও আমি দুইবার রুনা ও সাবিনা আপাকে নিয়ে অনুষ্ঠান করেছি। সে অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। তাই এবার আরও বড় পরিসরে আয়োজনের চেষ্টা। কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরই মধ্যে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।’
শো টাইম মিউজিক প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে
থাকে। এবারও একই উদ্দেশ্যে কনসার্টগুলো আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়,
আরও কয়েকটি কনসার্টে নগরবাউল জেমসও অংশ নেবেন।