Print Date & Time : 5 July 2025 Saturday 9:28 pm

এক মাসে ১২ লক্ষ কোটি রুপি হারিয়েছে আদানি

শেয়ার বিজ ডেস্ক : হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের এক মাসে ১২ লাখ কোটিরও বেশি পতন হয়েছে আদানি গোষ্ঠীর। যা ভারতীয় শেয়ার বাজারে ইতিহাসে রেকর্ড ধসের সাক্ষী। শেয়ারের টানা দরপতনের ফলে ওই গোষ্ঠীর বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭ লাখ ২০ হাজার ৬৩২ কোটি রুপিতে।

রিপোর্ট প্রকাশের আগে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ১০টি কোম্পানির মোট বাজার মূলধন ছিল ১৯ লাখ ১৯ হাজার ৮৮৮ কোটি রুপি। অর্থাৎ, ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত আদানি গোষ্ঠীর ক্ষতির পরিমাণ ১১ লাখ ৯৯ হাজার ২৫৬ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার

হিনডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে ভারতের গুজরাট রাজ্যের ৬০ বছরের শিল্পপতি গৌতম আদানি ছিলেন পৃথিবীর দ্বিতীয় ধনকুবের। এক মাসের মধ্যে আজ তিনি সেরা ধনকুবেরদের তালিকার ২৯তম স্থানে নেমে গিয়েছেন।

অন্যদিকে বিনিয়োগকারীদের ভীত দুর করতে তথা বাজারকে আশ্বস্ত করার জন্য, আদানি গোষ্ঠী বারবার আশ্বাস দিয়েছে। তারা হিন্ডেনবার্গের রিপোর্ট ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে কিছু বড় অঙ্কের ঋণও পরিশোধ করেছে সংস্থাটি। এর পাশাপাশি হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আদানি গোষ্ঠী।