Print Date & Time : 5 July 2025 Saturday 7:26 pm

এক মাস ধরে পূর্বাচল ক্লাবে তালা

শেয়ার বিজ ডেস্ক: পূর্বাচল এলাকার পূর্বাচল ক্লাবটি গত এক মাস ধরে তালা দিয়ে রেখেছে দুর্বৃত্তরা। ফলে ঐ ক্লাবে যেসব সামাজিক অনুষ্ঠান হয় সেগুলো বন্ধ হয়ে গেছে। এতে বেকায়দায় পড়েছেন ক্লাবের ৯ শতাধিক সদস্যসহ ঐ ক্লাবে অনুষ্ঠান করা সাধারণ মানুষ। জাতীয়তাবাদী দলের নামে কিছু উচ্ছৃঙ্খল মানুষ এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন ক্লাবের সদস্যরা।

পূর্বাচল ক্লাবটি একটি অ-রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান। এখানে বিয়ের অনুষ্ঠান ও হলুদ সন্ধ্যার জন্য প্রায় ৪০-৫০টি বুকিং করা আছে, ইতিমধ্যে উক্ত অনুষ্ঠানের কার্ড ছাপা হয়ে গেছে। এমতাবস্থায় ক্লাবের সদস্যরা, সুশীল সমাজ এবং যারা বুকিং দিয়েছে তাদের মধ্যে চরম উত্তেজনা, উৎকণ্ঠা, ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত ক্লাবটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সদস্যরা।