আসাদুজ্জামান রাসেল, রাজশাহী : এক যুগ পর আগামী ডিসেম্বরে রাজশাহীর বাঘা পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রিয়জন তথা কর্মী-সমর্থকদের মিষ্টি মুখ করাতে শুরু করেছেন। বিশেষ করে চায়ের স্টল, হোটেল-রেস্তোরাঁ ও পাড়া-মহল্লার দোকানগুলোয় বিরাজ করছে নির্বাচনী আমেজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অর্ধশতাধিক পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সম্প্র্রতি নির্বাচন কমিশন (ইসি) এ-সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে।
ইসি সূত্র জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণের উপযোগী হবে সেগুলোতে ডিসেম্বরে ভোট হবে। যেসব পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ, আইনগত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ নানা জটিলতায় দীর্ঘদিন ভোট হয়নি। সেগুলোতেও নির্বাচন হবে। নির্বাচন উপযোগী পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর তফসিল ঘোষণা করা হবে ১২ নভেম্বর। ইতোমধ্যে তফসিল ঘোষণাসংক্রান্ত ফাইল ইসি অনুমোদন করেছে। আর এ অনুমোদনের মধ্যে রয়েছে বাঘা পৌরসভা। এ ঘোষণায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রিয়জন তথা কর্মী-সমর্থকদের মিষ্টি মুখ করাতে শুরু করেছেন। বিশেষ করে চায়ের স্টল, হোটেল-রেস্তোরাঁ ও পাড়া-মহল্লার দোকানগুলোয় বিরাজ করছে নির্বাচনী আমেজ।
বাঘা উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম জানান, সীমানাসংক্রান্ত জটিলতার কারণে বাঘা পৌরসভায় এত দিন নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। তবে এ মুহূর্তে আর কোনো আইনি জটিলতা নেই। ফলে নির্বাচন কমিশন (ইসি) যে ঘোষণা দিয়েছে, তার আলোকে বাঘা পৌরসভায় ১২ বছর পর ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাঘা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন জানান, মামলা দিয়ে ১২ বছর নির্বাচন বন্ধ রাখার পর পৌর এলাকায় যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তা হজম করতে এখন দিনের-পর দিন ঢাকায় দৌড়ঝাঁপ করছেন বর্তমান পৌর মেয়র আক্কাস আলী। তবে পৌর মেয়র আক্কাস আলী দুর্নীতির অভিযোগ সঠিক নয় দাবি করে জানান, দল মনোনয়ন দিলে তিনি আবারও নির্বাচন করবেন।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, অনেক ইউপি ও পৌরসভা নির্বাচন নিয়ে মামলা, সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ায় দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না। এগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাভুক্ত হলেও নির্বাচন না হওয়ার জন্য সাধারণ মানুষ ইসিকে দোষারোপ করে। তাই আমরা এসব সমস্যা নিরসনে বৈঠক করেছি। নভেম্বরে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব পৌরসভা ও ইউনিয়ন নির্বাচন উপযোগী হবে, সেগুলোতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।