নিজস্ব প্রতিবেদক: সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বড় একটি এলাকায় টানা এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বিঘ্ন বা বন্ধ থাকতে পারে। বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে।
আজ থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে।
গ্যাসের স্বল্প চাপজনিত কারণে গত দুই মাস ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মিল-কারখানাগুলো ধুঁকছে। এ পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহ এক সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা শিল্পমালিকদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়, ‘জিটিসিএল কর্তৃক রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার দীর্ঘ উচ্চচাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। ফলে এ সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।’
নারায়ণগঞ্জ অঞ্চলের তিতাসের এক প্রকৌশলী বলেন, ‘দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার কারণে জিটিসিএলের সঞ্চালন লাইনের ভেতরে অনেক স্থানে মরিচা ধরে গেছে। ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পর গ্যাসের চাপ বাড়বে।’
এদিকে এক সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এসব এলাকার ভোক্তারা। দীর্ঘদিন ধরে গ্যাসের সরবরাহ কম থাকায় অনেকেই এরই মধ্যে বিকল্প উপায়ে কারখানা সচল রাখতে শুরু করেছেন।