Print Date & Time : 19 July 2025 Saturday 9:56 pm

এক সপ্তাহ পেছালো গণটিকাদান

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধের মেয়াদ বাড়ায় পিছিয়ে দেওয়া হয়েছে গণটিকাদান কর্মসূচি শুরুর সময়। ৭ই আগস্টের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৪ই আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। এটা হবে রান টেস্ট। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে ১৪ তারিখ থেকে। গণটিকাদান কার্যক্রম ফিছিয়ে গেলেও চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

সারাদেশে সরকারি ভাবে বিনামূল্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও আগামী ৭ থেকে ১২ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলার কথা ছিল।