শেয়ার বিজ ডেস্ক : ভারতের সরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পেয়েছে বহুজাতিক টাটা গোষ্ঠী। এর আগে ২০১৫ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ) সঙ্গে যৌথভাবে টাটার চেয়ারম্যান রতন টাটা চালু করেন উড়োজাহাজ পরিষেবা সংস্থা ভিস্তারা। এবার এয়ার ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে সেবা দেবে ভিস্তারা। গতকাল মঙ্গলবার এ বিষয়ে সম্মতি দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সও। খবর: টাইমস অব ইন্ডিয়া।
২০২৪ সালের মার্চের মধ্যে এই একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে দুই সংস্থার তরফে জানানো হয়েছে। টাটার সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগ ভিস্তারাকে প্রতিযোগিতার বাজারে আরও সক্রিয় করার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা একত্রীকরণের এ পদক্ষেপ নেয়া হয়েছে।
পরিকাঠামো ও সম্পদের সদ্ব্যবহার এবং খরচ কমানোর পাশাপাশি টাটার মালিকানাধীন দুই সংস্থা এক হলে দেশটির উড়োজাহাজ পরিষেবার ক্ষেত্রেও সুফল মিলতে পারে বলে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা।
এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ভারতের এক নম্বর উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোকে প্রতিযোগিতায় পেছনে ফেলতে পারবে টাটা। চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছিল, টাটার সঙ্গে তাদের আলোচনা চলছে। টাটা সন্স ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে তৈরি ভিস্তারা অভ্যন্তরীণ এবং বিদেশি উড়োজাহাজ পরিষেবা দেয়।
একত্রীকরণের পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে ২৫ দশমিক ১ শতাংশ শেয়ার থাকবে, যার আনুমানিক মূল্য ৫ থেকে ১০ হাজার কোটি রুপি বলে জানিয়েছে টাটা সন্স ও এসআইএ। গত বছরের অক্টোবরে সরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পায় টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়ায় টাটা সন্স ১৮ হাজার কোটি রুপি বিনিয়োগ করে। এর মধ্য দিয়ে ৬৮ বছর পরে ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা। এরপর শুরু হয় এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এক করার উদ্যোগ।