Print Date & Time : 18 July 2025 Friday 6:09 am

এখনই ভেঙে পড়ছেন না মেসি

ক্রীড়া ডেস্ক: ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাই ছুঁয়েছেন, কিন্তু দেশের জার্সিতে লিওনেল মেসি এখনও কোনো শিরোপায় জিততে পারেননি। তবে সেই অপূর্ণতা এবার ঘোচাতে চান এ তারকা ফরোয়ার্ড। যদিও গতকাল কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে দলটি, তার পরও কিং লিও ভেঙে পড়ছেন না।
কোপা আমেরিকায় ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু গতকাল দলটির খেলায় ছিল না কোনো পরিকল্পনার ছাপ। তার পরও গোল করার সুযোগ পেয়েও মিস করেন দলটির ফরোয়ার্ডরা। এজন্য নাকি দায়ী স্নায়ুচাপ। এমনটাই দাবি করেছেন মেসি ‘আমরা এভাবে শুরু করতে চাইনি। কিছুটা স্নায়ুচাপ ছিল, ভালো শুরুর চাওয়া ছিল, ভুল না করার প্রতিশ্রুতি ছিল।’
প্রথম ম্যাচে যা হয়েছে তা নিয়ে আর ভাবছেন না মেসি। এ ফরোয়ার্ডের চোখ এখন সামনের ম্যাচে ‘আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। কেননা এটা স্রেফ শুরু এবং কোপা আমেরিকায় খেলার এখনও অনেক বাকি আছে।’
আগামী বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।