শোবিজ ডেস্ক: নব্বইয়ের দশকের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’-এ কেট উইন্সলেট ও লিওনার্দো ডি ক্যাপ্রিওর পর্দাপ্রেম এখনও মনে রেখেছে ভক্তরা। এক সাক্ষাৎকারে উইন্সলেট জানালেন, সিনেমাটির সংলাপ এখনও একে অন্যকে শোনান এই জুটি।
পর্দায় তাদের সম্পর্কটা প্রেমের হলেও পর্দার পেছনে কেট ও লিওনার্দো একে অন্যের সেরা বন্ধু। এখনও সুযোগ পেলেই আড্ডায় মেতে ওঠেন এই দুজন। কিছুদিন আগেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে তাদের।
নিজেদের সম্পর্ক নিয়েই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে উইন্সলেট বলেন, ‘দয়া করে জানতে চাইবেন না আমরা শেষবার কী নিয়ে আলাপ করেছিলাম! কারণ এটা এতটাই হাস্যকর ছিল যে আমি বহুক্ষণ ধরে একা একা হেসেছি। আমরা একজন আরেকজনকে বলছিলাম, দুনিয়া যদি জানতে পারে আমরা এমন ছেলেমানুষি কথাবার্তা বলি, তাহলে সবাই কী ভাববে বলো তো?’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলবো না আমরা আসলে কী নিয়ে কথা বলছিলাম। তবে হ্যাঁ, আমরা সত্যিই একে অন্যের সবচেয়ে কাছের বন্ধু। প্রায়ই আমরা টাইটানিকের সংলাপ আওড়াই, কারণ একমাত্র আমরাই এর মধ্যে কৌতুক খুঁজে পাই।’
‘টাইটানিক’ রেকর্ড সৃষ্টি করে ১১টি অস্কার জিতলেও উইন্সলেট বা ডি ক্যাপ্রিও কেউই এই সিনেমার জন্য সেরার খেতাব পাননি। পরে অবশ্য ‘দ্য রিডার’ সিনেমার জন্য উইন্সলেট এবং ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য অস্কার জেতেন ডি ক্যাপ্রিও।
১৯৯৭ সালের ‘টাইটানিক’ ছাড়াও একত্রে ২০০৮ সালের ‘রেভল্যুশনারি রোড’ সিনেমায় অভিনয় করেছেন এই জুটি।