এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক: শীর্ষ তারকাদের মধ্যে ছিলেন কেবল রজার ফেদেরার। কিন্তু এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিতে ডেভিড গফিনের কাছে হেরে বিদায় নেন তিনি। এ সুযোগটা বেশ ভালোমতোই কাজ লাগালেন গ্রিগর দিমিএভ। অভিষেকেই এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন বুলগেরিয়ার এ টেনিস তারকা। গতকাল ডেভিড গফিনকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা উল্লাসে মাতেন তিনি। ক্যারিয়ারের এমন অর্জনকে ‘টেনিসে নতুন যুগের সূচনা’ হিসেবে দেখছেন দিমিএভ।

এর আগে ১৯৯৮ সালে স্পেনের অ্যালেক্স কোরেৎজা সবশেষ অভিষেকেই এটিপি ফাইনালস জিতেছিলেন। লন্ডনের ও-২ এরিনায় ফাইনালে গতকাল ডেভিড গোফিনকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন দিমিএভ। তাতেই এ বুলগেরিয়ান তারকা ১.৯ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি জিতেছেন। সেই সুবাদে মৌসুম শেষে র‌্যাংকিংয়ে তার অবস্থান তৃতীয়।

অভিষেকেই এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়নকে অবিশ্বাস্য অর্জন হিসেবে দেখছেন দিমিএভ। গতকাল এ নিয়ে তিনি বলেন, ‘আমি এখন ভাবতে চেষ্টা করছি, কী করেছি। এটা আমার জন্য অবিশ্বাস্য অর্জন। এখনও আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমার মূল্য লক্ষ্য হলো গ্র্যান্ডস্লাম জেতা। এটা এখনও আমার স্বপ্ন। মনে হচ্ছে ধীরগতিতে হলেও আমি সেদিকে যাচ্ছি।’