Print Date & Time : 15 September 2025 Monday 12:58 pm

এডিএন টেলিকমের ভ্যাকসিন কার্ড নিবন্ধন সহায়তা কর্মসূচি

করোনা মহামারি মোকাবিলায় সরকারের চলমান কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি আরও ত্বরান্বিত করার প্রত্যয়ে চার অক্টোবর থেকে ‘সুরক্ষিত হোক আগামীর যাত্রা’ সেøাগানে কভিড-১৯ ভ্যাকসিন কার্ড নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড। সুবিধাবঞ্চিত ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে এ ক্যাম্পেইনটি পরিচালিত হবে, যা পরে দেশের অন্যান্য বিভাগেও ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি