এডিএন টেলিকম লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

এডিএন টেলিকম লিমিটেডের ১৮তম এজিএম গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মনির হোসেন। সভায় বিগত অর্থবছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসগুলোর ওপর বিস্তারিত আলোচনা ছাড়াও শেয়ারহোল্ডারদের সম্মতিতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল, নিয়াজ আহমেদ, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল ও খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি