এডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা

শেয়ার বিজ ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তার দেশের সেনারা। খবর: আল জাজিরা। গাজা ও পশ্চিমতীরের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয় বলে তিনি জানান। এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী ওই কনটেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি এক বিবৃতিতে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এডেন উপসাগরে ‘গ্রোটন’ নামের জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি।

জেনারেল সারি বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যহার করা হয় যেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করে। মুখপাত্র জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকা ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত নৌ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত মে মাসে হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে দুটি এবং ভারত মহাসাগরে একটি জাহাজে হামলার দাবি করে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, এডেন উপসাগরে এমএসসি ডিয়েগো এবং এমএসসি জিনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করা হয়। দুটি হামলাই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই তিনি বলেননি।
গাজায় ইসরাইলি সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে গেল ১১ মাস ধরে লোহিত সাগর এবং এডেন উপসাগরের হামলা চালিয়ে আসছে হুতি। এ পর্যন্ত দুটি বাণিজ্যিক জাহাজ হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি না হলে এ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা গোষ্ঠীটির।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এজন্য তারা হর্ন অব আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি। অন্যদিকে পরিবহন ব্যয়ও বাড়ছে অনেক