প্রতিনিধি, রাবি : খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের মাগফিরাত কামনায় এতিম শিশুদের মাঝে কুরআন বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল।
রোববার (২৩ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন খোজাপুরে রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসা ময়দানে এ আয়োজন করা হয়।
কুরআন বিতরণের আয়োজক রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ছাত্রদলের এমন ইসলামিক ঐতিহ্যবাহী ও মানবিক কার্যক্রম প্রমাণ করে, আমরা কেবল রাজনৈতিক সংগ্রামেই নয়, সমাজসেবা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। আসুন, পবিত্র এই মাসে ঐক্যবদ্ধ হয়ে মানবতা ও দেশপ্রেমের আলো ছড়িয়ে দেই সকলের মাঝে।
এসময় উপস্থিত থাকা রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করে। যেকোনো মানবতা কাজে ঝাপিয়ে পড়তেন জিয়াউর রহমান, সেই পথ অনুসরণ করেছি আমরা। এসময় শাকিলুর রহমান সোহাগের এমন কাজের প্রশংসা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখার অন্য নেতাকর্মীবৃন্দ।