Print Date & Time : 16 August 2025 Saturday 12:20 pm

এনআইডি খাতে রংপুরে ছয় লাখ টাকা রাজস্ব আদায়

 

শেয়ার বিজ প্রতিনিধি, রংপুর: রংপুরের আট উপজেলা থেকে গত মাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও হারানো বা নষ্ট হওয়া কার্ড নতুন করে ফিরে পাওয়ার আবেদন থেকে পাঁচ লাখ ৮৩ হাজার ৯৭০ টাকা ফি ও ভ্যাট আদায় করেছে জেলা নির্বাচন অফিস। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, রংপুরের আট উপজেলার মধ্যে গত এপ্রিল মাসে হারানো আবেদনের ফি ও ভ্যাট সর্বোচ্চ আদায় হয়েছে সদর উপজেলা থেকে। গত এপ্রিল মাসে সরকার রংপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে এক হাজার ৮৫৭টি আবেদন থেকে চার লাখ ৪১ হাজার ৭০০ টাকা এবং ভ্যাট ৬৬ হাজার ২৫৫ টাকা আদায় হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান শেয়ার বিজকে জানান, আগে পরিচয়পত্র নষ্ট বা হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হতো। এতে জনগণকে হয়রানিসহ অনেক অসুবিধায় পড়তে হতো। ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদন করলে যথাসময়ে হয়রানি ছাড়াই কার্ড পাওয়া যাচ্ছে।