Print Date & Time : 27 July 2025 Sunday 3:43 pm

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফরাছত আলী দুই বছরের জন্য নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলীকে দুই বছরের জন্য দেশের ব্যাংক খাতে নিষিদ্ধ করা হয়েছে। এতে তিনি দুই বছরের জন্য দেশের আর্থিক খাত অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক বা পরিচালনা-সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে পারবেন না।

সম্প্রতি এমন সিদ্ধান্ত এনআরবিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফরাছত আলীর বিরুদ্ধে তথ্য গোপন, অনিয়ম, দুর্নীতি ও বাংলাদেশ ব্যাংকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত তিন বছর তদন্ত করার পর এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

জানা গে?ছে, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এক পরিচালককে বেনামে ঋণ দেওয়ার ঘটনার সঙ্গে ফরাছত আলীর জড়ানোর প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক। এমনকি মার্কেন্টাইল ব্যাংকের ওই পরিচালক এনআরবিসি ব্যাংকের পরিচালক না হয়েও পর্ষদ সভায় অংশ নিয়েছেন।

অভিযোগ ওঠার পরই এনআরবিসি থেকে পরিচালক পদ থেকে ২০১৭ সালের ডিসেম্বরে ফরাছত আলীকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় তমাল এসএম পারভেজকে। তিনি এখনও চেয়ারম্যান হিসেবেই রয়েছেন এনআরবিসিতে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় এনআরবিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমানকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।