এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন তিনজন

এনআরবিসি ব্যাংক পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য পুনর্নিযুক্ত হলেন আবু এসরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ও ড. রাদ মজিব লালন। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমদোন সাপেক্ষে তারা পুনর্নিযুক্ত হন। এর আগে ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডাররা তাদের স্বতন্ত্র পরিচালক নির্বাচিত করেন। আবু এসরার বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ৪০ বছর কর্মরত ছিলেন এবং দেশের ১৪তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। খান মোহাম্মদ আব্দুল মান্নান আইজিআর  হিসেবে অবসর গ্রহণ করেন। ড. রাদ মজিব লালন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক। বিজ্ঞপ্তি