Print Date & Time : 8 July 2025 Tuesday 12:17 am

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ

দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রথম জাতীয় প্রবাসী দিবসে আর্থিক সেবা খাতে ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড ২০২৩’ পেল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বিকাশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম। গত শনিবার স্থানীয় একটি হোটেলে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইমিরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি