Print Date & Time : 15 August 2025 Friday 5:15 pm

এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

 

থাতেইয়ামা কবির ও কামাল আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত এনআরবি ব্যাংক পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন।
থাতেইয়ামা কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি জাপানি অটো মোবাইল বিশ্বব্যাপী রফতানিতে একজন সফল রফতানিকারক। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট, সামডে ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ওশান অটো বাংলাদেশ এবং কেএম ইন্টারন্যাশনালের কর্ণধার।
অপর ভাইস চেয়ারম্যান কামাল আহমেদ যুক্তরাজ্যভিত্তিক সীমার্ক গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন সীমার্ক পিএলসি, যুক্তরাজ্য, আইবিসিও লিমিটেড যুক্তরাজ্য, আইবিসিও এন্টারপ্রাইজ যুক্তরাজ্য, সীমার্ক (বিডি) লিমিটেড, আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিস বাংলাদেশ, সীমার্ক (হোল্ডিংস) লি., মানরু শপিং সিটি বাংলাদেশ এবং সীমার্ক ইউএস আইএনসি যুক্তরাষ্ট্রের উপ-ব্যবস্থাপনা পরিচালক।
তিনি ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ সালের জন্য জাতীয় রফতানিকারক পুরস্কার অর্জন করেন। বিজ্ঞপ্তি