এনআরবি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহের উপস্থিতিতে এনআরবি ব্যাংক লিমিটেড এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন। চুক্তির অধীনে এনআরবি ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজ থেকে অভ্যন্তরীণ রুটে টিকিটের বেইজ ফেয়ারের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি