Print Date & Time : 9 September 2025 Tuesday 9:10 am

এনজিওদের স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের বিষয়ে কর্মশালা

‘তথ্য অধিকার আইন: এনজিওদের স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ’ শীর্ষক এক কর্মশালা সম্প্রতি যশোর ডিসি অফিসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মনিরুজ্জামান। তথ্য অধিকার আইন নিয়ে আলোচনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল। যশোর জেলার আটটি উপজেলার ৭৬ জন এনজিও প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। এছাড়া সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি