Print Date & Time : 5 September 2025 Friday 6:17 am

এনটিভিতে আসছে‘সিঙ্গার ঝটপট ইফতার’

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিকস রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড টিভি চ্যানেল এনটিভিতে শুরু করতে যাচ্ছে দেশ-বিদেশের ইফতার নিয়ে বিশেষ রেসিপি শো ‘সিঙ্গার ঝটপট ইফতার’। রমজানের প্রতিদিন বিকাল ৪টা ৫০ মিনিটে এনটিভিতে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। মাসজুড়ে মোট ৩০টি পর্ব থাকবে ‘সিঙ্গার ঝটপট ইফতার’ অনুষ্ঠানে। প্রতিটি পর্বেই চটজলদি তৈরি করা যায় এমন অভিনব ও মুখরোচক ইফতারের রেসিপি দেখানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে আসছেন অভিনয় ও সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকারা। প্রেস বিজ্ঞপ্তি