Print Date & Time : 9 September 2025 Tuesday 7:47 pm

এনবিআরের শীর্ষ করদাতার স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের অন্যতম শীর্ষ আয়কর রাজস্ব প্রদানকারী হিসেবে ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে। বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অধীনে শীর্ষ পাঁচ আয়কর প্রদানকারীর মধ্যে একজন হওয়ায় এই স্বীকৃতি পেয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এনবিআর অফিসে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুলার কাছে একটি ক্রেস্ট ও সনদ তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার, ট্যাক্স অ্যাডমিন শাহীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রেগুলেটরি রিপোর্টিং অ্যান্ড ট্যাক্সেশন সৈয়দ বশীর আলী। বিজ্ঞপ্তি